গত ২৬ থেকে ৩০ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশের উপাসনা কমিটির আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো পাঁচদিন ব্যাপি সান্তাঁল গানের প্রশিক্ষণ কোর্স। এতে বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ৬৫ জন যুবক-যুবতীরা অংশগ্রহন করেন। ফাদার কর্ণেলিউস মুরমু’র তত্বাবধানে এবং মি. বার্নাবাস হাঁসদা ও মি. আলফ্রেড মাস্টারের সহযোগিতায় এই সান্তাঁল গানের প্রশিক্ষণ র্কোসটি পরিচালনা করা হয়। নিজেদের ভাষায় গান করতে পেরে যুবক-যুবতীরা অনেক আনন্দ প্রকাশ করেছে কারণ উপাসনায় ব্যবহার করা হয় এই ধরনের সান্তাঁল গানের তাল, লয়, ছন্দ ও উচ্চারন তারা শিখতে পেরেছে। ধর্মপ্রদেশ থেকে এই ধরনের উদ্যোগের জন্য অংশগ্রহনকারীগন বিশপ মহোদয়কে অনেক ধন্যবাদ জানান। তাদের আশা ভবিষতেও পর্যায়ক্রমে যেন এই ধরণের প্রোগ্রামের আয়োজন করা হয়।
Please follow and like us: