গত ২৬ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী কারিতাস লাইফ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হলো জনসচেতনতামূলক সাংস্কৃতিক কার্যক্রম গম্ভীরা। গম্ভীরা উপস্থাপনের মূল উদ্দেশ্য ছিল সকল পর্যায়ের জনগণকে মাদকদ্রব্য সেবনের কুফল বিষয়ে সচেতন করে তোলা এবং সুস্থ জীবন ও সুস্থ সমাজ গড়ে তোলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি: সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক (ডেজিগনেট),কারিতাস রাজশাহী অঞ্চল। প্রধান অতিথি হিসেবে ছিলেন ফাদার পল গমেজ, ভিকার জেনারেল-রাজশাহী ধর্মপ্রদেশ এবং সদস্য নির্বাহী ও সাধারন পরিষদ কারিতাস বাংলাদেশ। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন মিসেস শাহ্নাজ বেগম, প্রধান শিক্ষিকা-হাই কেয়ার এন্ড হিয়ারিং সেন্টার,ঝাইতলা রাজশাহী, মি: দীপক এক্কা, মিস লুচিয়া মার্ডী। এই জনসচেতনতামূলক সাংস্কৃতিক গম্ভীরা অনুষ্ঠানটিতে প্রায় ৪০০জন এলাকাবাসী উপস্থিত ছিলেন। গম্ভীরাটি উপস্থাপন করেন সান্ধ্য প্রদীপ সাংস্কৃতিক একাডেমি, রাজশাহী কোর্ট, রাজশাহী।
কারিতাসের আয়োজনে অনুষ্ঠিত হলো জনসচেতনতামূলক সাংস্কৃতিক কার্যক্রম গম্ভীরা
Please follow and like us: