বলিভিয়ার ক্যাথলিক চার্চ সেদেশে শান্তি আলোচনার জন্য রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়েছেন। আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার হিসাব মতে, বলিভিয়ার চলতি রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ২৯ ব্যক্তি নিহত হয়েছেন। রাজনৈতিক সহিংসতা বন্ধের জন্য দেশের অর্ন্তবর্তীকালীন প্রেসিডেন্ট জেনীন আনেজ জানিয়েছেন যে, তিনি দেশে যতো তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি প্রেসিডেন্ট ভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেন, অল্পদিনের মধ্যেই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইস্তেহার ঘোষণা করবেন। তবে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি। সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস সমর্থক ও অর্ন্তবর্তীকালীন আনেজ সরকার সমর্থকদের মধ্যে নির্বাচন ফলাফল নিয়ে গত একমাসের বেশি সময় ধরে রাজনৈতিক বিক্ষোভ চলে আসছে। দেশে রাজনৈতিক অস্থিরতা ও হতাহতের জন্য একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছে।
ভাটিকান থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, বলিভিয়ার প্রভাবশালী ক্যাথলিক চার্চকে সমর্থন দিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ, দেশের নেতাদের সংঘাতপূর্ণ সমস্যা সমাধানের জন্য আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে যে, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের প্রতিনিধিরা প্রেসিডেন্ট আনেজ সরকারের সাথে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিনিধিরা উভয় পক্ষের মধ্যে সংলাপ ও শান্তি আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলেছেন। অন্যদিকে বলিভিয়ার ক্যাথলিক বিশপ সম্মেলনের প্রধান বিশপ আউরেলীয় পেসোয়া সংবাদ মাধ্যমকে বলেছেন, উভয় পক্ষের মধ্যে একমাত্র সংলাপ ও আলোচনা- সমস্যার সমাধান, আগামী প্রেসিডেন্ট ও সংসদ সদস্য নির্বাচনের শর্ত পূরণ ও তার সঠিক পথ প্রস্তুত করতে পারে।
বলিভিয়ায় রাজনৈতিক সহিংসতা শুরু হয় গত মাসের ২০ তারিখে সাবেক আদিবাসী প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোটে কারচুপি করার অভিযোগে এনে। সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়লে গত ১০ তারিখে বামপন্থী নেতা ইভো মোরালেস পদত্যাগ করেন এবং পরে মেক্সিকো পালিয়ে যান। সাবেক প্রেসিডেন্ট মোরালেস ২০০৫ খ্রিস্টাব্দ থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বলিভিয়ার ক্ষমতায় ছিলেন। তার সাথে মন্ত্রী পরিষদের অনেক সদস্যও মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। অন্যদিকে সংসদের ডেপুটি স্পিকার জেনীন আনেজ নিজেকে অর্ন্তবতীকালীন সরকারের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
দক্ষিন আমেরিকার আমাজন অঞ্চলের বলিভিয়ায় মোট জনসংখ্যার ৭৯ ভাগ ক্যাথলিক এবং ১৯ ভাগ প্রোটেস্টান্ট। এখানকার আদিবাসী গোষ্ঠীগুলো যথেষ্ঠ শক্তিশালী এবং তারা সাবেক প্রেসিডেন্ট মোরালেসকে সমর্থন জানিয়ে আসছিলেন।
ফাদার সুনীল রোজারিও।

Please follow and like us: