গত ২৯ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লী, বাগানপাড়া, রাজশাহীতে উদযাপিত হলো তৎকালীন সাধু যোসেফের ব্রাদারদের (বর্তমানে হলি ক্রস ব্রাদারস্) প্রতিষ্ঠার দুইশত বর্ষ পূর্তি। আজকের কমসূচির প্রধান অংশ ছিল ব্রাদারদের জীবন ও প্রৈরিতিক সেবাবিষয়ক সহভাগিতা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং পবিত্র খ্রিস্টযাাগ। এই মহতী খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের মহামন্য ধর্মপাল জের্ভাস রোজারিও, ডিডি, এসটিডি। এ দিনটি আরো আনন্দঘন ও তাৎপর্যমণ্ডিত হয়ে উঠে বহুসংখ্যক হলি ক্রস ব্রাদার, যাজক, সিস্টার ও খ্রিস্টভক্তের সমাবেশে। বিশপ মহোদয় তাঁর উপদেশ বাণীতে বলেন, ‘জুবিলী মানে ঈশ্বরকে ধন্যবাদ ও প্রশংসা করা। সম্প্রদায় হিসাবে গোড়ার বৈশিষ্ট্যে ফিরে তাকানো ও জীবন নবায়ন করা। একই সাথে সামষ্টিক অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অবদানে ও জীবনসাক্ষ্যে গুরুত্ব দিতে হবে।’ উল্লেখ্য, ২০১৯ খ্রিস্টবর্ষটি বিশ্ব মণ্ডলীতে পবিত্র ক্রুশ সংঘের ব্রাদারদের জন্য একটি বিশেষ বর্ষ। এ বছর তাঁরা তাঁদের যাত্রার ২০০ বছরের পূর্তি পালন করছে। আজকের এই পবিত্র ক্রুশ সংঘের ব্রাদারদের অবস্থানের ভিত্তি স্থাপন করার রূপকার হচ্ছেন পুণ্য পুরুষ ফাদার জ্যাক ফ্রান্সিস ডুজারিয়ে। ১৮২০ খ্রিস্টাব্দে তাঁর হাত ধরেই প্রথম প্রতিষ্ঠা লাভ করে “সাধু যোসেফের ব্রাদার দলটি” যাদের (সাধু যোসেফে’র ব্রাদার) সাথে পরবর্তীতে কয়েকজন ফাদার এবং সিস্টারদের নিয়ে ধন্য ফাদার বাসিল আন্তনী মেরী মরো প্রতিষ্ঠা করেন “পবিত্র ক্রুশ সংঘ’। ২২ মার্চ, ২০১৯ খ্রি. তারিখে ঢাকার মোহাম্মদপুরে সেন্ট খ্রিষ্টিনা গির্জায় এ জুবিলী বর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় যার সমাপ্তি হবে ২৩ মার্চ, ২০২০ খ্রিস্টাব্দে ।

Please follow and like us: