গত ১২-১৩ মে ২০১৮ খ্রীষ্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ কমিশনের উদ্ধোগে রহনপুর ধর্মপল্লীতে ৮ম শ্রেণী থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পড়–য়া বাছাইকৃত ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্যাপন করা হলো বিশ্ব যোগাযোগ দিবস। এবারের বিশ্ব যোগাযোগ দিবসের মূলসুর ছিল “সত্য তোমাদের স্বাধীন করে দেবে: ভূয়া সংবাদ রোধ এবং শান্তির জন্য সাংবাদিকতা” রহনপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া ছোট প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন। পরে ১৩ মে সকালে বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষ্যে একটি প্রার্থনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। সকাল ৮টা ৩০ মিনিটে ফাদার বাবলু বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষ্যে পোপ মহোদয়ের বাণীর উপর ভিত্তি করে তার উপস্থাপনা দেন। তিনি পোপ মহোদয়ের বাণী সার্বিক ভাবে আলোচনা করে বলেন যে, পোপ মহোদয়ের এ বাণী শুধু মাত্র সাংবাদিকতা বা মিডিয়া ব্যক্তিত্বদের জন্য দেননি বরং এ বাণী আমাদের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। কেনান সত্য পারে আমাদের স্বাধীন করে দিতে। তাই সর্বপ্রথম স্বাধীন হতে হবে আমার ব্যক্তি সত্ত্বার মধ্যে। তবেই আমরা ভূয়া কিছুকে আমাদের জীবন থেকে বাদ দিতে পারব। সততা অর্জনের মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্টীয়ভাবে শান্তিতে বসবাস করতে পারব। তাই শান্তি ও সততা যে একই মুদ্রার এপিট ও অপিট। এর পরে ফাদার নিখিল গমেজ, মিডিয়া কী? এর সুফল ও কুফল নিয়ে আলোচনা করেন। তারপর ৫টি দলে ভাগ করে দলীয় আলোচনা করা হয়। খ্রীষ্টযাগ ও দুপুরের আহারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় । এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
রহনপুর ধর্মপল্লীতে বিশ্ব যোগাযাগ দিবস উদ্যাপন
Please follow and like us: