পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ভাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক দপ্তরের শুভেচ্ছা বাণী
প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, রমজান মাসের শুরুতেই ভাটিকান রাষ্ট্রে অবস্থিত পোপীয় আন্তঃধর্মীয় সংলাপ দপ্তর তথা ডিকাস্টারী আপনাদের জানায় উষ্ণ ও বন্ধুসুলভ শুভেচ্ছা। রোজা বা উপবাস, প্রার্থনা ও সহভাগিতার এই সময়টি হল ঈশ্বরের আরো কাছে আসার এবং ধর্মীয় কতগুলো মৌলিক মূল্যবোধ দয়া-করুণা ও ঐক্যবদ্ধতায় নিজেদের জীবন নবায়ন করার একটি উত্তম সুযোগ। এই বছর খুবই কাছাকাছি […]