বাণী ও সুরে বড়দিন বাংলার ঘরে
ফাদার সুনীল ডানিয়েল রোজারিও। খ্রিস্টযিশুর জন্মদিন ঘিরেই আজকের বড়দিন উৎসব। বড়দিন এখন একটি সর্বজনীন উৎসব। সেকালের বড়দিন উৎসব কিন্তু আজকের মতো সর্বজনীন, বাণিজ্যিক ও এতো বিনোদন নির্ভর ছিলো না। নানা বিধি নিষেধ, জাতিগত সংস্কৃতির মিশ্রণ, পারিবারিক উৎসব থেকে আজকের বড়দিন। ক্যাথলিকদের বিরুদ্ধে প্রোটেস্ট্যান্ট ধর্মীয় সংস্কার আন্দোলনকারীরা খ্রিস্টমাসকে পৌত্তলিকদের উৎসব আখ্যা দিয়ে উৎসব বর্জন করেছিলেন। তখন […]