মিলন সাধনা : অন্তর্ভুক্তি ও সংহতি
রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপালের পালকীয় পত্র ২০২৪ খ্রিস্টেতে প্রিয় ভাইবোনেরা, বিগত ২ বছর আমরা সিনোডাল বা মিলনধর্মী মণ্ডলির বিষয় নিয়ে ধ্যান প্রার্থনা করেছি, আলোচনা করেছি এবং সকলে মিলে মণ্ডলিতে একত্রে পথ চলার অঙ্গীকার করেছি ও তা বাস্তবায়নের পথ খুঁজেছি। আমরা সিনোডাল মণ্ডলিতে খ্রিস্টবিশ্বাসীদের মিলন, অংশগ্রহণ ও প্রেরণের দায়িত্ব নিয়ে অনেক আলোচনা করেছি আর সেই দায়িত্ব আমরা […]