রাজশাহী ও দিনাজপুর ধর্মপ্রদেশের কাটেখিস্টদের প্রথম যুগের যৌথ গঠন প্রশিক্ষণ (২য় অংশ)
ফাদার সুশীল লুইস পেরেরা ১ম পর্যায় প্রথম দল: ১৯৬৮-১৯৭০ খ্রিস্টাব্দ- প্রথম দলের প্রশিক্ষণ পরিচালনা করেন স্বর্গীয় ফা. মাংকা, পিমে। দিনাজপুর কাথিড্রাল ধর্মপল্লীতে তা অনুষ্ঠিত হয়েছিল। অনেক সুপরিচিত, নিবেদিপ্রাণ কাটেখিস্ট এতে অংশ নিয়েছিলেন। প্রথম দল: রামবাবু, হারুণ খালকো, লরেন্স মুরমু, যোসেফ হাসদা, ফাদার সামসনের বাবা যোসেফ মারান্ডী, ফ্রান্সিস তপ্ন প্রমুখ। তারা সে যুগে বড় গির্জার উত্তর […]