বিশপের পালকীয় পত্র- একটি পর্যবেক্ষণ
ফা. সুনীল ডানিয়েল রোজারিও। বরেন্দ্রদূত প্রতিবেদক। (রাজশাহী ডাইয়োসিসের বিশপ জের্ভাস রোজারিও’র পালকীয় পত্রটি বরেন্দ্রদূত পত্রিকার ২৮বর্ষ- ৩য় সংখ্যায় প্রকাশিত হয়েছে। বিশপের পালকীয় পত্রটির উপর আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ তুলে ধরা হলো)। ১. রূপকল্প : গত দিনগুলোতে মণ্ডলির পালকীয় জীবন ঘিরে আলোচিত বিষয় ছিলো- সিনোডাল চার্চ- যেখানে মূখ্য এ্যাজেন্ডা ছিলো; খ্রিস্টভক্তের দায়িত্ব- তথা মিলন, অংশগ্রহণ ও প্রেরণ। […]