ফাদার হারুন হেম্ব্রম সব সময় ছিলেন আশাবাদী
ফাদার সাগর কোড়াইয়া ফাদার হারুন হেম্ব্রম সব সময়ই আমাকে ‘বাবু’ বলে সন্মোধন করতেন। ফাদারের সে ডাকটা এখনো চিন্তায় শুনতে পাই। অনেক সময় ফাদারের ডাকটা উঁনার শারীরিক দূর্বলতাবশত শুনতেন পেতাম না। তবে তিনি ছেড়ে দেবার পাত্র ছিলেন না। অনবরত বাবু…বাবু বলে ডাকতেই থাকতেন। সম্বিত ফিরে পেয়ে দাঁড়ালে এগিয়ে এসে বলতেন শরীরটা বেশি ভালো যাচ্ছে না তো […]