সেন্ট্রাল আমেরিকার পানামাতে ভাটিকান দূতাবাসের সেক্রেটারি হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রথম বাংলাদেশী ফাদার লিংকু লেনার্ড লরেন্স গমেজ
গত ১ জুলাই রাজশাহী ধর্মপ্রদেশের ফাদার লিংকু লেনার্ড লরেন্স গমেজ, ভাটিকান রাষ্ট্র থেকে সেন্ট্রাল আমিরেকার পানামাতে ভাটিকান দূতাবাসের সেক্রেটারি হিসেবে কুটনৈতিক সেবাদায়িত্ব পালনের জন্য নিয়োগ পান। তিনিই বাংলাদেশ থেকে সর্বপ্রথম পুরোহিত যিনি কোন ভাটিকান দূতাবাসে এই কুটনৈতিক সেবাদায়িত্ব পালন করার জন্য নিয়োগপ্রাপ্ত হন। ফাদার লিংকু, রাজশাহী ধর্মপ্রদেশের বোর্ণী মারীয়াবাদ ধর্মপল্লীর কৃতি সন্তান। তার সংক্ষিপ্ত জীবন […]