পবিত্র পরিবার ক্যাথলিক ধর্মপল্লীতে পালকীয় কর্মশালা- ২০২০
গত ৬ নভেম্বর রাজশাহী শহরে অবস্থিত পবিত্র পরিবার ক্যাথলিক ধর্মপল্লী, কয়েরদাঁড়াতে (কলিমনগরে), ধর্মপল্লী পর্যায়ে অনুষ্ঠিত হয় পালকীয় কর্মশালা ২০২০ খ্রিস্টাব্দ। পালকীয় কর্মশালার মূলসুর ছিল “আমরা হলাম দায়িত্ব প্রাপ্ত সেবক।” এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌর্যহিত্য করেন ফাদার উইলিয়াম মুরমু। তার সহার্পিত খ্রিস্টযাগে […]