ফৈলজানা ধর্মপল্লীতে পালিত হলো যুব সেমিনার
ফাদার বিকাশ কুজুর, সিএসসি গত ২৪ জুলাই, ২০২০ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার ফৈলজানা ধর্মপল্লীতে ফৈলজানা খ্রিস্টান যুব সংঘের উদ্যোগে যুব সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন ফৈলজানা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৬ষ্ঠ শ্রেণী হতে তদুর্ধ ছাত্রছাত্রীরা মিশন প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। সকাল ৮:৩০ ঘটিকায় খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি। খ্রিস্টযাগে তিনি বলেন, “আমরা হলাম […]