নভেল করোনা ভাইরাস বা কভিড-১৯ : একটি অনুধ্যান
– বিশপ জের্ভাস রোজারিও নভেল করোনা ভাইরাস বা কভিড-১৯ এখন এক আতঙ্ক ও ভীতিসঞ্চারী নাম। এটি এমন একটি বিপজ্জনক ও ছোঁয়াচে প্রাণসংহারী/মহামারি (Pandemic) রোগ যা অতীতে আর কখনোই দেখা দেয়নি। গত ডিসেম্বরে চীন দেশের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে এই রোগ সর্বপ্রথম ধরা পড়ে এবং সেখান থেকে ছড়িয়ে পড়ে। উহান শহরে অনেক মানুষ মারা গেছে। […]