রেডিও জ্যোতি প্রশিক্ষণ কর্মশালা
ফাদার পিউস গমেজ, বিশপ হাউজ, রাজশাহী। গত ২১ ফেব্রুয়ারি, রাজশাহী সিটিতে অবস্থিত খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে ইন্টারনেটভিক্তিক রেডিও জ্যোতির একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদের গান ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন মিস. মিলিশা গমেজ। দিনের কর্মসূচি তুলে ধরেন, পালকীয় কেন্দ্রের পরিচালক ফাদার […]