নব নির্মিত সাধু মার্কের গির্জা আর্শীবাদ ও হর্স্তাপণ সাক্রামেন্ত প্রদান
গত ২৪ মে, সুরশুনিপাড়া ধর্মপল্লীর অর্ন্তগত বড়গাছি-কানুপাড়া গ্রামে, সাধু মার্কের কাছে উৎর্সগকৃত নব নির্মিত গির্জা ঘরের শুভ উদ্বোধন ও আর্শীবাদ অনুষ্ঠান এবং হর্স্তাপণ সাক্রামেন্ত প্রদান করা হয়। গির্জা আর্শীবাদ অনুষ্ঠানের খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন, রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তার সর্হাপিত খ্রিস্টযাগে ১৫ জন ফাদার, ৩ জন সিস্টার, ১ জন ডিকনসহ ৪০০ […]