রাজশাহীতে লুইজিনা সিস্টারদের নতুন কনভেন্ট
বরেন্দ্রদূত রিপোর্টার (১১ মে, ২০২১) গত ১১ মে, রাজশাহী শহরে অবস্থিত সাধু পিতরের গির্জা সংলগ্ন, অবলেট সিস্টারস’ অব সেন্ট গনজাগা সম্প্রদায়ের নতুন কনভেন্ট উদ্বোধন করা হয়েছে। এই সিস্টার সম্প্রদায় ‘লুইজিনা’ সিস্টার সমপ্রদায় নামে বেশি পরিচিত। সকালে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। খ্রিস্টযাগ অর্পণ করেন ফাদার সুনীল ডানিয়েল রোজারিও এবং তাকে সহযোগিতা করেন, সাধু পিতর […]