ঈশ্বর ও বহু মানুষের অবদানেই পেয়েছি যাজকীয় জীবন আহ্বান
ফাদার প্যাট্রিক গমেজ পরিবারঃ মা’র কাছ থেকে জেনেছি, ছ’মাসের শিশু ছিলাম যখন ১৯৫০ এর দিকে বোর্ণী এসেছিল আমার বাবা-মা, ঠাকুর মা, ঠাকুরদা। বাবা: বাবা পেশায় ছিলেন স্কুল শিক্ষক। ঢাকায়ও শিক্ষকতার সাথে কাটেখিস্ট এর কাজ করেছেন। ময়মনসিংহ এলাকায় কাটেখিস্ট বা ধর্মশিক্ষক হিসাবে বাবার প্রচার-কাজ বাবার কাছ থেকেই শুনেছি। মান্দিদের কৃষ্টি-কালচারের কথাও শুনেছি। বাবার কাছ থেকে এগুলো […]