সাধু যোসেফ বর্ষ উপলক্ষে রাজশাহী ধর্মপ্রদেশের জন্য পালকীয় পত্র
খ্রিস্টেতে প্রিয় ভাই-বোনেরা, আমরা সকলে জানি যে আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এই বছরটিকে “সাধু যোসেফ বর্ষ” হিসেবে ঘোষণা করেছেন। গত ডিসেম্বর ৮, ২০২০ তারিখে তাঁর লেখা প্রৈরিতিক পত্রে তিনি লিখেছেন : “ঈশ্বর-জননী মারীয়ার পরে, মারীয়ার স্বামী সাধু যোসেফের মত আর কোন মানুষকে পোপীয় শিক্ষায় এতটা গুরুত্ব দেওয়া হয়নি। পোপ নবম পিউস সাধু যোসেফকে “কাথলিক মণ্ডলির […]