সাধু পিতরের ধর্মাসন পব উদ্যাপন
ফাদার সুনীল রোজারিও। গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী সিটিতে অবস্থিত সাধু পিতরের ধর্মপল্লী ও সেমিনারিতে ধর্মীয় ভাবধারায় এবং পুরো স্বাস্থ্য বিধি অনুসরণ ক’রে সাধু পিতরের ধর্মাসন পর্ব উদ্যাপন করা হয়েছে। সকালে প্রধান গির্জায় খ্রিস্টযাগ শুরু হয় আদিবাসী কৃষ্টি ও শোভাযাত্রার মধ্যদিয়ে। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার উইলিয়াম মুর্মু এবং তাকে সহায়তা করেন সুব্রত কস্তা এবং সুনীল ডানিয়েল […]