ঐতিহাসিক রাজশাহী ওয়ানগালা ২০২৪ উদযাপিত
মনোমুগ্ধকর আর হৃদয়ানন্দের নৃত্যের তালে তালে শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহীর বুকে অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর সবুজ প্রকৃতির মাঝে বিগত ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টবর্ষ, রোজ শনিবার মহাসমারোহে উদযাপিত হয় ঐতিহাসিক রাজশাহী ওয়ানগালা উৎসব। গারো নারীদের চুলের খোঁপায় মোরগের পালক আর পরনে দৃষ্টিনন্দন বর্ণিল ঐতিহ্যগত পোশাক, সবার হাতে উৎপাদিত নানা ধরণের শস্যের ডালা এবং মঙ্গল শোভাযাত্রার […]