বোর্ণী ধর্মপল্লীর ইতিহাস ও প্রাগৈতিহাসিকতা- ৩
ফাদার সাগর কোড়াইয়া বোর্ণী ধর্মপল্লীর ইতিহাস লিখতে গেলে পলু শিকারীর (পল গমেজ) নাম চলে আসবেই। পলু শিকারী উত্তরবঙ্গে ভাওয়াল অভিবাসিত খ্রিস্টানদের মধ্যে প্রথম ব্যক্তি। দীর্ঘ সময় ধরে খ্রিস্টবিশ্বাসের আলো প্রজ্জ্বলিত করে রেখেছিলেন মথুরাপুর, বোর্ণী ও বনপাড়া অঞ্চলে। পরবর্তীতে তারই দেখানো পথে আরো অনেকে ভাগ্যান্বেষণে অজানার উদ্দেশ্যে অত্র এলাকায় চলে আসেন। পলু শিকারীর জীবনটা ছিলো বহুরূপী। […]