খ্রীষ্টযাগে পবিত্র বাইবেল পাঠ করা: ঐশবাণীর সেবক হওয়া
ফাদার সুশীল লুইস পেরেরা একজনের পাঠের মধ্য দিয়ে যীশু নিজেই অন্যদের কাছে কথা বলেন। দ্বিতীয় ভাটিকান মহাসভার পুণ্য উপাসনা বিষয়ক সংবিধানের ৩৩ নং অনুচ্ছেদে বলে: “উপাসনার মধ্যে ঈশ্বর তাঁর জনগণের সঙ্গে কথা বলেন এবং প্রভৃু যীশু খ্রীষ্ট আজও তাঁর মঙ্গলবাণী ঘোষণা করেন।” যীশু তার ভালবাসার কথা, মুক্তির কথা, ক্ষমা-বন্ধুত্বের কথা, পিতার কথা প্রভৃতি তার বাণীর […]