মানগাছাতে অনুষ্ঠিত হলো সাধু যোসেফের পর্ব
বরেন্দ্রদূত সংবাদদাতা বোর্ণী ধর্মপল্লীর মানগাছা গ্রামে অনুষ্ঠিত হলো সাধু যোসেফের পর্ব। ৩ দিনের আধ্যাত্মিক প্রস্তুতি নভেনা অনুষ্ঠানের পর ২৩ মার্চ পর্ব অনুষ্ঠিত হয়। পর্বে ফাদার, সিস্টার ও ৪০০ খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। আগের দিন সন্ধ্যায় যুবক-যুবতীদের পরিচালনায় জীবন্ত ক্রুশের পথে গ্রামের জনগণ অংশগ্রহণ করেন। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। উপদেশে তিনি বলেন, সাধু যোসেফ […]