সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে প্রাক্-বিবাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত
গত ১৬ থেকে ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে প্রাক্-বিবাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন ধর্মপল্লী ও সুরশুনিপাড়া ধর্মপল্লীর অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে মোট ৫৪ জন যুবক যুবতী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ এ অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জন মেয়ে ও ২৪ জন ছেলে যোগদান করেন। সেই সাথে তাদের মধ্যে কাথলিক ৩৭ জন, […]