আন্ধারকোঠা ধর্মপল্লীতে ভিকারিয়াভিত্তিক যিশুর জন্ম জুবিলী বর্ষ উদ্বোধন
বরেন্দ্রদূত সংবাদদাতা আমরা আশা নিয়ে প্রতিদিন বেঁচে থাকি। আর পুণ্যপিতা ফ্রান্সিস যিশুর জন্মের জুবিলী বর্ষের মূলভাব বেছে নিয়েছেন “আশার তীর্থযাত্রা”। আমরা রাতের পর দিনের আশায় থাকি। ঝড়ের পর প্রকৃতি শান্ত হবে। জীবনে নানা সমস্যা, সংকটের পর তা দূর হবে। ঠিক তদ্বরূপ জীবনের চূড়ান্ত আশা হচ্ছে জীবনের শেষে আমরা স্বর্গে ঈশ্বরের সাথে মিলিত হবো। কিন্তু স্বর্গে […]