কাটাডাঙ্গায় সাধু পৌলের পর্ব উদযাপন
সংবাদদাতা: ফাদার প্লাবন রোজারিও, ওএমআই কাটাডাঙ্গা ধর্মপল্লীতে সাধু পৌলের পর্ব পালন এবং নবনিযুক্ত পাল পুরোহিতকে বরণ করা হয়। সেই সাথে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার রঞ্জিত খ্রিস্টফার কস্তা, ওএমআইকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা । ২৬ জানুয়ারি পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও। খ্রিস্টযাগে আরও উপস্থিত ছিলেন বিদায়ী পাল পুরোহিত ফাদার রঞ্জিত কস্তা, ওএমআই, […]