উপাসনায় অর্থপূর্ণভাবে ঐশবাণী পাঠের নমুনা
ফা: সুশীল লুইস পেরেরা ভূমিকা: উপানায় বাণী পাঠ এক মৌলিক ও গুরুত্বপূর্ণ ক্রিয়া। জীবন্ত প্রেমে পবিত্র বাণী পাঠ ও তা শ্রবণ হবে এক সৃষ্টিশীল ক্রিয়া। মণ্ডলীর দিন কাল উপলক্ষ অনুসারে ২টি, ৩টি বা আরো বেশী পাঠ ব্যবহার ক’রে পাঠের ব্যাখ্যা দেয়া হয়, সামসঙ্গীত আবৃত্তি বা গান করা হয়। পবিত্র বাইবেল পাঠগুলির মধ্য দিয়ে ঈশ্বর কথা […]