মারীয়া সংঘের পর্ব উদযাপন ও মা মারীয়ার গ্রটো উদ্বোধন
গত ৭ ডিসেম্বর ২০২৪ শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারাতে মারীয়া সংঘের পর্ব উদযাপন ও মা মারীয়ার গ্রটো উদ্বোধন করা হয়। সকালে রোজারিমালা প্রার্থনার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় এই সময় পাপস্বীকার চলতে থাকে। প্রথম অধিবেশনে সিস্টার বিনু পালমা, এলএইচসি পরিবারের মা মারীয়ার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। ২য় অধিবেশনে শ্রদ্ধেয় ফাদার লুইস সুশীল পেরেরা ধর্মপল্লী, সমাজ […]