পুণ্য শুক্রবার: ক্রুশ চুম্বন-যিশুর প্রতি ভক্তি ভালবাসা
ফাদার যোহন মিন্টু রায় ভূমিকা খ্রিস্টমণ্ডলীতে প্রায়শ্চিত্তকালের শেষ শুক্রবারকে “Good Friday” পুণ্য শুক্রবার বা যাতনাভোগের শুক্রবার বলা হয়। ইহুদী সমাজে শনিবারকে বিশ্রামবার হিসাবে পালন করা হতো বলে শুক্রবার ছিল বিশ্রামবার পালনের প্রস্তুতি দিবস। এদিনেই যিশু খ্রিস্ট ক্রুশের ওপর প্রাণত্যাগ করেছিলেন বলে এদিন হয়ে উঠেছে শোক ও দুঃখের দিন। প্রাচীন মণ্ডলীতে এদিনকে বলা হতো “Bitter Day” […]