নবাই বটতলা ধর্মপল্লীতে শীতবস্ত্র বিতরণ
সংবাদদাতা: ফাদার লিংকন কস্তা নবাই বটতলা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। ঢাকা হলি ক্রস কলেজের আর্থিক অনুদান ও কারিতাস রাজশাহীর সার্বিক সহযোগিতায় ৩ ফেব্রুয়ারি এই বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাই বটতলা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন, হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা গমেজ, সিএসসি ও কারিতাস রাজশাহীর নব নিযুক্ত […]