রাজশাহী ক্যাথিড্রালে পালকীয় কর্মশালা অনুষ্ঠিত
সংবাদদাতা: ফাদার শেখর ফ্রান্সিস কস্তা ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা। রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপালের পালকীয় পত্র ২০২৪ খ্রিস্টাব্দের মূলভাব “মিলন সাধনা: অন্তর্ভুক্তি ও সংহতি” ছিলো এই পালকীয় কর্মশালার মূলভাব। ১৪ ফেব্রুয়ারি পালকীয় কর্মশালায় উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ফাদার শেখর ফ্রান্সিস কস্তা, ফাদার লিটন কস্তা ও পালকীয় পরিষদের সদস্য-সদস্যাসহ ধর্মপল্লীর গ্রাম থেকে আগত […]