ভক্তি ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হলো খ্রিস্টধর্মের পুনরুত্থান উৎসব
বরেন্দ্রদূত সংবাদদাতা সমগ্র বিশ্বের সাথে একাত্ম হয়ে ভক্তি এবং আনন্দময় পরিবেশে রাজশাহী ধর্মপ্রদেশের প্রত্যেকটি ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে প্রভু যিশুর পুনরুত্থান পর্ব। চল্লিশদিনের উপবাস, প্রার্থনা ও দয়াদানের মধ্য দিয়ে খ্রিস্টভক্তগণ তাদের আধ্যাত্মিক ও বাহ্যিক সাধনার পর ২০ এপ্রিল পুনরুত্থান উৎসব উদযাপিত হয়। এই বছর প্রভু যিশু খ্রিস্টের জন্মের দুই হাজার পঁচিশ বছরের জুবিলী জয়ন্তীতে পুনরুত্থান দিবসে […]