সুরশুনিপাড়া ধর্মপল্লীতে প্রাক্-বিবাহ প্রশিক্ষণ সম্পন্ন
সংবাদদাতা: ক্যারোলিনা মুর্মু খ্রিস্টিয় বিবাহ হচ্ছে একটি আহ্বান আর খ্রিস্টান হিসেবে এই আহ্বানে বিশ্বস্তভাবে সাড়া দেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্ব। ২২ থেকে ২৬ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত প্রাক্-বিবাহ প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা। সুরশুনিপাড়া ধর্মপল্লী ও অন্যান্য কয়েকটি ধর্মপল্লী থেকে মোট ৪৪ জন প্রার্থী এই […]