ফাদার-ব্রাদার ও সিস্টারদের বড়দিন পুনর্মিলনী অনুষ্ঠিত
রাজশাহী বিশপ হাউজে ধর্মপ্রদেশে কর্মরত ফাদার-ব্রাদার ও সিস্টারদের বড়দিন পুনর্মিলন অনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি অনুষ্ঠিত এই বড়দিন পুনর্মিলনে বিশপসহ ৫৪জন ফাদার ও উল্লেখযোগ্য সংখ্যক সিস্টার উপস্থিত ছিলেন। বিশপ জের্ভাস রোজারিও বড়দিন বিষয়ক সহভাগিতায় বলেন, বিগত কয়েক বছর যাবত আমরা পোপ ফ্রান্সিসের সিনোডাল মণ্ডলির আলোকে পথ চলছি। আর এই সিনোডালিটি প্রথমত ফাদার-ব্রাদার ও সিস্টারদের মধ্যে স্থাপন […]