প্রায়শ্চিত্তকালের পালকীয় পত্র
পাপ থেকে মন ফেরাও গত ৫ মার্চ ভস্মবুধবার কপালে ভস্ম বা ছাই মেখে আমরা প্রায়শ্চিত্তকাল বা উপবাসকাল আরম্ভ করেছি। সেইদিন ভস্ম দিয়ে আমাদের কপালে ক্রুশচিহ্ন একে দিয়ে যাজক আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, “হে মানব, স্মরণ কর তুমি ধূলিমাত্র, আবার ধূলিতেই মিশে যাবে”। এই কথা তো খুবই সত্য- কারণ আমরা তো কেউ চিরকাল জীবিত থাকব না! […]