সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুলে তালবীজ রোপণ
সৃষ্টি উদযাপনকাল ২০২৪ উপলক্ষে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিকল্পে সুরশুনিপাড়া লোভেরে জুনিয়র হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ও রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে রাস্তার দু’পাশে আটশত তালবীজ রোপণ করা হয়। ১০ সেপ্টেম্বর তালবীজ রোপণ অভিযানে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ফাদার প্রদীপ কস্তা ও রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক এবং […]