সাধু পিতর সেমিনারীতে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ-২০২৪
‘পালকীয় ও প্রেরিতিক অনুপ্রেরণায় সিনোডাল যাজক গঠন : পাল-পুরোহিত ও অভিভাবকদের ভূমিকা’ উক্ত মূলসুরের আলোকে গত ১৮ নভেম্বর রোজ সোমবার রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজক ও ব্রতধারী-ব্রতধারিণী কমিশনের সহযোগিতায় সাধু পিতর সেমিনারীতে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, ফাদার উইলিয়াম মুর্মু, […]