মুশরইল সেমিনারীর সেমিনারীয়ানদের তীর্থযাত্রা
সংবাদদাতা: লর্ড রোজারিও “সেমিনারীয়ানরা আশার তীর্থযাত্রী” মূলসুরকে কেন্দ্র করে মুশরইলের সাধু পিতর সেমিনারীর পরিচালকদ্বয় ও সেমিনারীয়ানদের অংশগ্রহণে ২০ থেকে ২১ মার্চ নবাইবটতলা ধর্মপল্লীতে সাইকেলযোগে তীর্থযাত্রা ও নির্জনধ্যান অনুষ্ঠিত হয়। মুশরইল সেমিনারী থেকে নবাইবটতলা ধর্মপল্লীতে সাইকেলযোগে যাত্রাপথে ৫ জায়গায় তীর্থের বিশেষ প্রার্থনা করা হয়। “জুবিলী বর্ষ ও আশার তীর্থযাত্রী” বিষয়ে নির্জন ধ্যান পরিচালনা করেন ফাদার লিংকন […]