সেফগার্ডিং ওয়ার্কশপ
গত ৭ থেকে ৮ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে ৬২ জন অংশগ্রহণকারী নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কর্নেলিউস কোড়াইয়া , ধর্মপ্রদেশীয় যুব কমিশনের যুব সমন্বয়কারী ফাদার শ্যামল জেমস্ গমেজ ও অন্যান্য ফাদার-সিস্টারগণ। সেমিনারেরে মূলসুর ছিল, “ভালোবাসায় সুরক্ষিত […]