ভূতাহারার নিয়ামতপুর কেন্দ্রে এলএইচসি সিস্টারদের শুভাগমন
গত ০৫-০৯-২০২৪ খ্রিস্টাব্দ শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারার আওতাধীন নিয়ামতপুর কেন্দ্রের জন্য একটি ঐতিহাসিক স্মরণীয় দিন। এই দিনে সুদূর বরিশাল থেকে এলএসসি সম্প্রদায়ের সিস্টারগণ নিয়মতপুর কেন্দ্রে স্থায়ীভাবে থাকার জন্য আগমন করেন। উক্ত আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও এর পক্ষে ফাদার উইলিয়াম মুরমু ও ফাদার প্রেমু রোজারিও। এছাড়া উপস্থিত ছিলেন ভূতাহারা ধর্মপল্লীর […]