বনপাড়াতে অনুষ্ঠিত হলো লূর্দের রাণী মা মারীয়ার পর্ব
সংবাদদাতা: ফাদার শ্যামল গমেজ নয়দিনের আধ্যাত্মিক প্রস্তুতির পর বনপাড়া ধর্মপল্লীর প্রতিপালিকা লূর্দের রাণী মা মারীয়ার পর্ব উদযাপিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু। এছাড়া ফাদার, সিস্টার এবং উল্লেখযোগ্য সংখ্যক স্থানীয় এবং পার্শ্ববর্তী ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। খ্রিস্টভক্তগণ নয়দিনের নভেনা খ্রিস্টযাগে অংশগ্রহণের মধ্য দিয়ে আধ্যাত্মিক ও বাহ্যিক প্রস্তুতি গ্রহণ […]