কাথলিক বিশপ সম্মিলনী’র খ্রিস্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের শুভেচ্ছা-বাণী
শারদীয় দুর্গোৎসব ২০২৪ (ছবি ইন্টারনেট থেকে সংগৃহিত) সনাতন তথা হিন্দু ধর্মের সুপ্রিয় ভাই ও বোনেরা, এই দুর্গাপূজা বা শারদীয় দুর্গোৎসব বোধ করি আপনাদের একটি প্রধান ধর্মীয় উৎসব। ষষ্ঠির বোধন দিয়ে এই পূজা শুরু হয়, প্রতিমাকে মণ্ডপে স্থাপন করা হয় এবং পুরাহিতের মস্ত্রজপ, প্রার্থনা, প্রতীমা দর্শন এবং আরো বহুভাবেই পূজো চলতে থাকে নবমী পর্যন্ত। দশমীতে প্রতিমা […]