সাধু আন্তনীর মহাপর্ব ও তীর্থোৎসব
স্থান: সাধু আন্তনীর গির্জা, কাতুলী, মথুরাপুর ধর্মপল্লী। তারিখ: ১৩ মে ২০২২, শুক্রবার, সকাল ৯:৩০ ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১৩ মে ২০২২ খ্রিস্টাব্দ, মথুরাপুর সাধ্বী রীতা’র ধর্মপল্লীর অধীনন্থ কাতুলী গ্রামে পাদুয়ার সাধু আন্তনীর তীর্থোৎসব উদযাপিত হবে। এ উপলক্ষে সকল মানত আকাঙ্খী, মানত পূরণার্থী, পুণ্যার্থী […]